বাউফলে ম্যাগনেট পার্টির কান্ড !

বাউফলে ম্যাগনেট পার্টির কান্ড !

সাইফুল ইসলাম, বাউফল:
পটুয়াখালী জেলার বাউফলে সংঘদ্ধ ম্যাগনেট পার্টির কান্ড দেখে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। ১৫ জুন শনিবার গভীর রাতে এক বাড়ীর পুকুর পাড়ে ম্যাগনেট (পিলার) এর সন্ধানে গর্ত খুড়ে ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হয়ছে এ চক্রের সদস্যদের। ওই ঘটনা ঘটে বাউফল উপজেলার ১০ নং কালাইয়া ইউনিয়নের পূর্ব-কালাইয়া গ্রামে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পূর্ব কালাইয়া এলাকায় ব্রিটিশ আমলের পুতে রাখা সিমানা পিলার পাওয়ার আশায় গতকাল গভীর রাতে ইব্রাহিম খাঁন বাড়ীর পুকুরের পাড়ে কয়েকজন দূবৃত্ত ৪ হাত গভীর ও সাড়ে ৩ হাত  চওড়া গর্ত খুড়ে। তবে লোভনীয় পিলার (ম্যাগনেট) না পেয়ে চলে যায়। রবিবার সকালে ওই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চঞ্চাল্যতা সৃষ্টি হয়। অনেকেই বিষয়টি দেখতে ভীড় করছে।
স্থানীয় বাসিন্দা মো: সাদ্দাম হোসেন জানায়, এই পথ দিয়ে আমি চলাচল করি। গতকাল সকালে যাতায়েতের সময় গর্ত চোখে পড়ে। পরে জানতে পারি রাতের আধারে কে বা কারা যেনো পিলারের জন্য গর্ত খুড়ছে।
   স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, আমরা দীর্ঘ বছর এই এলাকায় বসবাস করে আসছি। লোকমূখে শুনে আসছি এখানে ব্রিটিশ আমলের পিলার আছে। একটা পিলার চোরচক্র পিলারটি উত্তোলন করার জন্য জোর চেষ্টা করে আসছে। জানা যায় বছর খানেক আগে শৌলা গ্রামেও একই ঘটনা ঘটায় ম্যাগনেট পার্টির সদস্যরা।
   বাড়ীর মালিক (একাংশ)  আবু রায়হান বলেন, আমরা প্রতিদিনের মত রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি পুকুরের পাড়ে বিশাল গর্ত।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, কারা এই গর্ত খুড়েছেন তা আমাদের জানা নাই। কারাই বা এই পিলার চুরির সাথে জড়িত তাও জানি না।

সাইফুল ইসলাম